Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Digital Center

জনগনের দোরগোড়ায় তথ্য সেবা পৌছে দেয়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের কাজ

নিম্নোক্ত সেবাসমূহ এ কেন্দ্র হতে পাওয়া যায়

সরকারি ফরম, পরীক্ষারফলাফল, কৃষি তথ্যের পরামর্শ, স্বাস্থ্যের তথ্যেও পরামর্শ, শিক্ষা তথ্য, নাগরিক সেবা বিষয়ক তথ্য, চাকুরি তথ্য, কম্পোজ, প্রিন্টিং, ফটোকপি, লেমেনেটিং, ডেটা এন্ট্রি, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, স্ক্যানিং, পোন কল, ফ্লেক্সিলোড, প্রজেক্টর ভাড়া, পাসপোর্ট ও ভিসা প্রসেসিং ইত্যাদি

 

 

 

সেবা

 

* কম্পিউটার প্রশিক্ষণ।

* জন্ম নিবন্ধন, নাগরিক সনদপত্র।

* দলিল লেখার স্ট্যাম্প বিক্রয়।

* কম্পিউটার কম্পোজ ও প্রিন্টিং।

* ছবি তোলা।

* স্ক্যানিং করা।

* মাল্টিমিডিয়া প্রজেক্টর ভাড়া।

* লেমিনেটিং করা।

* আত্মকর্মসংস্থান মূলক বিভিন্ন বৃত্তি মূলক প্রশিক্ষণ   

     প্রদান।

* ভিডিও এবং এডিটিং করা।

* জন গুরুত্বপূর্ণ বিভিন্ন বার্তা জনগণের নিকট পৌছেঁ   

     দেওয়া।

* জনগণের দোরগোড়ায় দ্রুততম সময়ে সেবা পৌছেঁ

     দেয়াই এর মূললক্ষ্য।